মাধবপুর প্রতিনিধি ॥ সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মহা-সড়কে অটোরিক্সা সিএনজি চালানোর অভিযোগে বেশ কয়েকটি সিএনজিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেদুল ইসলাম এর নেতৃত্বে মাধবপুর সদরের মহা-সড়কে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। অভিযানকালে নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করায় ১৯টি সিএনজি অটোরিক্সার প্রতিটিকে ২ হাজার ৫শ টাকা করে মোট ৪৭ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।