বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ের পল্লীতে বিষপানে আত্মহত্যা করেছে এক কিশোর।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় ৫নং দৌলতপুর ইউনিয়নের করচা গ্রামের গোপাল বৈষ্ণবের পনের বছর বয়সী ছেলে সোনা রঞ্জন বৈষ্ণব বিষপানে আত্মহত্যা করে। ঘটনাটি স্থানীয় পুলিশ ফাঁড়িতে জানানো হলে রাতে লাশ উদ্ধার করে গতকাল বানিয়াচং থানায় প্রেরণ করা হয়। সেখান থেকে ময়নাতদন্তের জন্য বিকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়। আত্মহত্যার কারণ জানা যায়নি।