চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সুমন মিয়া (২৬) নামে এক যুবক। সে পাইকপাড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আব্দুর রউফ ওরফে পংকী মিয়ার পুত্র। শুক্রবার দিবাগত গভীর রাতে বাড়ির পাশে কাঁঠাল গাছের একটি ডালের সাথে গলায় রশি বেঁধে সে আত্মহত্যা করে। গতকাল শনিবার সকালে তার আত্মীয়-স্বজনরা ওই গাছে সুমনের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে চুনারুঘাট থানা পুলিশকে খবর দিলে এসআই আল-হারুনুর রশীদ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন। তার আত্মহত্যার কারণ জানা যায়নি।