মাধবপুর প্রতিনিধি ॥ জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৫ উপলক্ষে বিষেশ অভিযান চালিয়ে মাধবপুর উপজেলা মৎস্য অফিসের লোকজন বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ করেছে। শনিবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ তাছলিমা আক্তারের নেতৃত্বে মৎস্য অফিসের লোকজন মাধবপুর উপজেলা সদরের পশ্চিম বাজারে এ অভিযান পরিচালনা করেন। মৎস্য বিভাগের লোকদের অভিযান আচ করতে পেরে বিক্রেতারা বিপুল পরিমান কারেন্ট জাল ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ৬০ কেজি কারেন্ট জাল জব্দ করেন মৎস্য বিভাগের লোকজন ।