চুনারুঘাট প্রতিনিধি ॥ গতকাল উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালামন্ডল ও ঘনশ্যামপুর গ্রামের ৫ কিলোমিটার নতুন বিদ্যুতায়নের উদ্ভোধন করা হয়েছে। ঘনশ্যামপুর হিফজুল কোরআন মাদ্রাসা মাঠে অনুষ্টিত ওই উদ্ভোধনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানাজার দিলীপ চন্দ্র সরকার, মুক্তিযোদ্ধা আঃ রহমান আজাদ, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, ইউপি সদস্য আইয়ুব আলী, আলী রহমান প্রমুখ। অনুষ্টানটি পরিচালনা করেন ছাত্র নেতা আশিকুর রহমান।