বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত সভায় প্রধান অতিথি হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন বলেন, মায়ের দুধ নবজাতকের আদর্শ পুষ্টিকর খাবার। মাতৃদুগ্ধ পানকারী শিশুদের পরিপূর্ণ মানসিক ও শারীরিক বিকাশ ঘটে। এতে সংক্রামক ব্যাধির আক্রমণ প্রতিরোধ শক্তি নবজাতকের বেড়ে যায়। গতকাল বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি কমপ্লেক্স মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আজাদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বিশেষ অতিথি ছিলেন ৩নং বানিয়াচঙ্গ দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, বক্তৃতা করেন পরিবার পরিকল্পনা সহকারী রীনা রানী দাশ, দেবী রানী দেব, মনোয়ারা বেগম, নেহার খাতুন, স্বাস্থ্য সহকারী লাকী রানী দত্ত, জিল্লুর রহমান প্রমুখ।