বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

ধনী হতে চান? দ্রুত বিয়ে করুন!

  • আপডেট টাইম শনিবার, ১ আগস্ট, ২০১৫
  • ৫৭০ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ৭৮ বছর আগের কথা। নেপোলিয়ান হল নামের আমেরিকার এক সাংবাদিক কোটিপতিদের নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছিলেন। যারা একটা সময় দরিদ্রে জর্জরিত ছিল। কিন্তু কর্ম জীবনে তারা দুর্নীতি গ্রস্থ ছিল না। এই প্রতিবেদনগুলোতে নেপোলিয়ান জানতে চেষ্টা করেছেন এরা রাস্তার ফকির থেকে কিভাবে রাজ্যের ধনিক শ্রেণির অন্তর্ভুক্ত হল।
কারণ অনুসন্ধান করতে গিয়ে নেপোলিয়ান ৫০০ টি নব্য কোটিপতির মতামত নেন। এরপর ১৯৩৭ সালে তিনি একটি বই লিখেন যার নাম দিয়েছিলেন, থিংক এন্ড গ্র“চ। বইটিতে তিনি দ্রুত  ধনী হওয়ার ১৩টি রাস্তা নির্ধারণ করেছিলেন। খুব অল্প সময়ে বইটি বেস্ট সেলার তালিকাভুক্ত হয়।
নেপোলিয়ান তার বইতে প্রমাণ করেছেন, প্রেম, ভালোবাসা, রোমান্স এবং বিয়ে পরবর্তি শারীরিক সম্পর্ক ব্যক্তির সফলতার পেছনে অসামান্য ভূমিকা রাখে। তিনি লিখেছেন, ভালোবাসা ও মহব্বত শক্তিশালী আবেগের মধ্যে অন্যতম। এ আবেগকে বসে রেখে অন্য আবেগের সঙ্গে মিলন ঘটানো গেলে ব্যক্তির জন্য আকাশ সমান সফলতা অর্জন সম্ভব। নেপোলিয়ান বলেন, যারা কোটিপতি হয়েছেন এবং নিজেদের কাজে বিশ্বে খ্যাতি কুড়িয়েছেন তাদের সফলতার পেছনে অবশ্যই কোনো না কোনো নারীর হাত রয়েছে।
নেপোলিয়ানের এই উক্তি যদিও ৭৮ বছরের পুরনো কিন্তু এখন পর্যন্ত বিশ্বে এই দাবির যৌক্তিকতা রয়েছে। আট বছর আগে এই দাবির সত্যতা স্বীকার করেছেন ফেসবুকের চিফ অপারেটিং অফিসার শার্লট সেন্টবার্গ। আনুমানিক ১১ বিলিয়ন ডলার সম্পত্তির মালিক তিনি। নিউ ইয়র্কের একটি কনফারেন্সে তিনি বলেন, আপনার ক্যারিয়ারের সবচে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে, আপনি কাকে বিয়ে করবেন। কেবল শার্লট সেন্টবার্গই নয়, বিশেষজ্ঞরা ক্যারিয়ার নিয়ে সবার আগে এই সিদ্ধান্তটিই বড় করে দেখেন এবং এই কাজকে গুরুত্বপূর্ণ বলে দাবি করেন।
বিষয়টি নিয়ে ওয়াশিংটন ইউনিভার্সিটির গবেষক দল একটি প্রতিবেদন তৈরি করেন। গবেষক দলটি এই সিদ্ধান্তের ওপর পৌঁছেছিল যে, প্রাকৃতিকভাবেই নারী পুরুষের কর্মের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে। হার্ভার্ড বিজনেস রিসার্চ কর্তৃপক্ষের একটি প্রতিবেদনেও বিষয়টিকে এভাবেই উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটি থেকে প্রমাণ করা হয়েছে, বিয়ে সম্পদ অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে এর জন্য বিয়ের আগে সঠিক পাত্রী নির্ধারণ অত্যন্ত জরুরী।
-ডেইলি উর্দু থেকে অনুবাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com