নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা ধান চাউল ব্যবসায়ী মেইল ও মালিক সমিতির সাবেক সভাপতি আকামত মিয়ার মৃত্যুতে শোক সভা ও মিলাদ মাহফিল করেছে নবীগঞ্জ উপজেলা ধান চাউল ব্যবসায়ী মেইল ও মালিক সমিতির নেতৃবৃন্দ।
গতকাল সন্ধ্যায় সমিতির অস্থায়ী কার্যালয়ে নবীগঞ্জ ধান চাউল মেইল ও মালিক সমিতির সভাপতি আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাদীর পরিচালনায় আকামত মিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, সহ-সভাপতি জয়নাল আবেদিন, মোঃ ছাদ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী বদরুল আলম, অর্থ সম্পাদক হাফেজ নাজমুলহুদা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন, অভনী দাশ, আব্দুর মালিক, মনাই রায়, মরহুমার পুত্র ও যুগ্ম সম্পাদক আব্দুস সত্তার, হাজি আব্দুর রব প্রমুখ। শোক সভায় বক্তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের আতœার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।