রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিরঘাটে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষে আহত শতাধিক শহরে নির্মানাধিন একটি ঘর প্রকাশ্য দিবালোকে ঘুড়িয়ে দেয়া হয়েছে এক্সেভেটর দিয়ে ॥ আটক স্বামী-স্ত্রী কোর্ট স্টেশন রোডে মদিনা কেজি এন্ড হাই স্কুলের ২য় শাখার উদ্বোধন শিকন্দরপুরে শীতার্থদের মাঝে গোলাম আহমদ ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ নোয়াপাড়ায় জয়ন্ত্রিকা ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু নবীগঞ্জে ১২ শতাধিক বনজ ও ফলজ গাছের চারা কর্তন ॥ থানায় অভিযোগ নবীগঞ্জ উপজেলা কাজী সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাহিদ গ্রেফতার বৈষম্য বিরোধী আন্দোলন বানিয়াচংয়ে ৯ হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার শহরে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গোবিন্দ গ্রেফতার

চুনারুঘাটে কিশোরীকে চাচা-চাচীর নির্যাতন ॥ মোবাইলে ইউএনওকে ম্যাসেজ ॥ উদ্ধার করল পুলিশ

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫
  • ৫১৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চাচা-চাচীর নির্মম নির্যাতনের শিকার হয়েছে শাকিলা সুলতানা রিমা (১৪) নামে এক অসহায় এতিম মেয়ে। তার পিতৃ সম্পত্তি গ্রাস করার জন্য চাচা-চাচী মিলে তাদের প্রবাসী ছেলের সাথে অপ্রাপ্ত বয়সেই বিয়ের নাটক সাজায়। হাত-পা বেঁধে তাকে ঘরে আটকে রাখা হয়। কোন এ সুযোগে রিমা তাকে উদ্ধারের জন্য মোবাইলে ম্যাসেজ পাঠায় চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসারকে। পরে পুলিশ তাকে বন্দিদশা থেকে উদ্ধার করে। নির্যাতিত শাকিলা সুলতানা রিমা চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের গোয়াছপুর গ্রামের মৃত আঃ শুকুর মিয়ার মেয়ে।
উদ্ধারের পর রিমা তার করুণ কাহিনী বর্ণনা করে। সে জানায় ২০০০ সালে তার বয়স যখন দেড় বছর তখন পিতা আব্দুস শুকুরকে গ্রাম্য কোন্দলে হত্যা করা হয়। তখন মেয়েটির মাতা নাছিমা খাতুন অনেক দুঃখ কষ্টে কিছু দিন কাটিয়ে এতিম মেয়েটিকে নিয়ে প্রভাবশালীদের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামে রিমার নানার বাড়িতে চলে যান। সেখানে প্রায় ৯ বছর মেয়েকে নিয়ে বসবাস করেন মা নাছিমা। তারপর রিমার মা নাছিমা খাতুন মেয়েটিকে রেখে একা ফেলে ২য় বিয়ে করেন। তখন থেকে একা হয়ে পড়ে রিমা। তখন মেয়েটির বয়স হয় ১৪ বছর। এক পর্যায়ে রিমা তার পিতৃ সম্পত্তির খোজে চলে আসে গোয়াছপুর গ্রামে। এদিকে রিমার পিতা আব্দুস শুকুর মারা যাওয়ার পর তার সম্পত্তি ভোগদখল করতে থাকে রিমার আপন চাচা আব্দুল গফুর। রিমা এসে তার পিতার সম্পত্তির ব্যাপারে জানতে চাইলে চাচা আব্দুল গফুর বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন করে। এক পর্যায়ে আব্দুল গফুর প্রলোভন দিয়ে তার প্রবাসী ছেলের সাথে বিয়ের জন্য জোরপূর্বক রিমার কাছ থেকে মতামত আদায় করে। এমনিভাবে গত ২/৩ বৎসর পূর্বে বিদেশে থাকা অবস্থায়ই মোবাইল ফোনে শামীমের সাথে রিমার বিয়ে দেয়া হয়। এভাবে বিয়ের পর থেকেই শ্বশুর শাশুড়ী এই এতিম মেয়েটির উপর নির্যাতন চালায়। নির্যাতন সহ্য করতে না পেরে বিদেশে থাকা তার স্বামী শামিম মিয়ার সাথে মোবাইল ফোনে কথা বলতে গেলে শামিম মিয়া বলেন, বাবা-মায়ে যেভাবে চালান সেই ভাবেই তোমাকে চলতে হবে এই আমার আদেশ। সে জানায় আমি বিদেশ থেকে যেদিন দেশে ফিরব তুমি তোমার বাবার সম্পত্তি আমার নামে অথবা আমার বাবার নামে লিখে দিতে হবে। এছাড়া ফোন দিলে আমি আর কোন কিছু বলব না বলে মোবাইল ফোনটি বন্ধ করে রেখে দেন তার স্বামী। এভাবে দুঃখ কষ্ট করে দিন কাটাচ্ছিল এতিম কিশোরী মেয়েটি। গত মঙ্গলবার শ্বশুর শাশুড়ী নির্যাতন করে রিমাকে ঘরের ভিতরে হাত-পা বেঁধে রাখে। এক সুযোগে ছাড়া পেয়ে বাথরুমে যাবে বলে বেরিয়ে আসে। বাথরুমে যেয়ে দরজা বন্ধ করে তার মোবাইল থেকে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মাশহুদুল কবিরের মোবাইলে ম্যাসেজ প্রেরণ করে। তখন উপজেলা নির্বাহী অফিসার ম্যাসেজটি পেয়ে তাকে দ্রুত উদ্ধারের জন্য চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরীকে বলেন। তাৎক্ষণিক চুনারুঘাট থানার এসআই হারুনুর রশীদ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ওই দিনই দুপুরে শাকিলা সুলতানা রিমাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এসময় শাকিল সুলতানা রিমা জানায়, তার শ্বশুর-শাশুড়ী সহ অনেকেই রিমার হাত থেকে দলিলে টিপসই ও দস্তখত নিয়েছে। একথা শুনে থানা পুলিশ সাথে সাথে তার দস্তখত ও টিপসই দেয়া দলিলটি উদ্ধার করে। পরে রিমাকে তার মায়ের কাছে দেয়া হয়। এ ব্যাপারে এসআই হারুনুর রশিদের সাথে আলাপ হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
পুলিশ জানায়, পূর্বে মেয়েটির বাবাকে পরিকল্পিতভাবে সম্পত্তির লোভে হত্যা করা হয়েছিল ও বিভিন্নভাবে মেয়েটিকে বারবার নির্যাতন করে আসছিল মেয়েটির চাচা-চাচী ও তার স্বামী। শাকিলা সুলতানা জানায়, আমার বাবার হত্যাকারীদের বিচার চাই। আমি প্রশাসনের কাছে জোর দাবী জানাই। আইনের ফাঁক থেকে আমার বাবার হত্যাকারীরা বেরিয়ে এসেছে। আমি তাদের বিরুদ্ধে সঠিক বিচার চাই। হত্যা মামলার আসামীরা হলেন-তোতা মিয়া, ফজল মিয়া, দুলা মিয়া, সুরুজ মিয়াসহ আরো অনেকে। ঘটনার পর থেকে শাকিলার শ্বশুর শাশুড়ী পলাতক রয়েছে। শাকিলা সুলতানা রিমা তার বাবার হত্যাকারী ও শ্বশুর-শাশুড়ী এবং স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com