প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ জে,কে উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পুর্তি অনুষ্ঠান পালনের লক্ষ্যে রেজিষ্টেশন উপ-কমিটির এক সভা গত সোমবার রাতে ওসমানী সড়কস্থ চেম্বারে আহবায়ক ডাঃ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেজিষ্টেশন উপ-কমিটির নির্বাহী সদস্য শিক্ষক রথীন্দ্র লাল দে মুকুল, প্রধান শিক্ষক তাপস আচার্য্য, প্রভাষক খালিকুজ্জামান, বিকাশ চন্দ্র রায়, প্রদর্শক মোঃ দুদু মিয়া, সাংবাদিক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, শিক্ষক পল্টন চক্রবর্তী, শিক্ষক জাহাঙ্গীর বখত চৌধুরী, প্রণব চন্দ্র দেব, সার্কেল শিক্ষা ও সেবা কেন্দ্রের পরিচালক সাইফুর রহমান খাঁন, ওহি দেওয়ান চৌধুরী, ইকবাল হোসেন বেলাল, অলিউর রহমান, শিক্ষক রাজীব কুমার দাশ প্রমূখ। সভায় নবীগঞ্জের ঐতিহ্যবাহী জে,কে উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পুর্তি অনুষ্ঠান পালনের লক্ষ্যে নিবন্ধন কার্য্যক্রম শুরু করে ফরম বিতরন, মুল নিবন্ধনকারীর ফি ১ হাজার টাকা এবং অতিথিদের জন্য ৫ শত টাকা, প্রবাসী নিবন্ধনকারীর জন্য ২০ ডলার এবং প্রবাসী অতিথিদের জন্য ১০ ডলার নির্ধারন, নিবন্ধন ফি ও অনুদান আদায়ের রশিদ ছাপানো, প্রচার কমিটির সাথে যোগাযোগ, নিবন্ধন বিষয়ক প্রচারের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, ব্যাচ ভিত্তিক যোগাযোগ, ক্যাবল নেটওয়ার্ক ভিত্তিক প্রচারনা, ওয়েভপেইজ কার্যক্রম শুরু করে ৬ সদস্য বিশিষ্ট স্পন্সর কমিটি গঠন করা হয়।