স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে মোটর সাইকেল তল্লাশী অব্যাহত আছে। গতকাল রবিবার দুপুরে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ও ওসি মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে থানার মোড়ে চেকপোষ্ট বসিয়ে মোটর সাইকেল তল্লাশী শুরু হয়। এ সময় একজন সাংবাদিকসহ অর্ধশতাধিক মোটর সাইকেল তল্লাশী করা হয়। এর মধ্যে ২০টি সাইকেল আটক করা হয় এবং ৩ টি মামলা দেয়া হয়। পুলিশ সুপার জানান, সারাদেশের ন্যায় হবিগঞ্জেও তল্লাশী শুরু হয়েছে। এটি অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেয়া হবে না।