আমিনুল ইসলাম, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জের আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার দামপুর গ্রামে ফেরার পথে নৌকা ডুবিতে ৩জনের প্রাণহানী ঘটেছে। গতকাল রোববার আড়াইটার দিকে সুনামগঞ্জের শাল্লা উপজেলার বেড়ামোহনা নদীতে এ নৌ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন-শাল্লা উপজেলার দামপুর গ্রামের ইমরুল হাসানের স্ত্রী রাসিয়া খাতুন ও মেয়ে জনি আক্তার, একই গ্রামের সাদিকুর রহমানের মেয়ে সোনিয়া। নিখোঁজ রয়েছেন একই গ্রামের জোছনা বেগম। নিহতরা সকলেই এক অপরের আত্মীয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জে আত্মীয়ের বাড়ি থেকে বেড়ানো শেষে নিজ গ্রাম শাল্লা উপজেলার দামপুর গ্রামে ফিরছিলেন নৌকার যাত্রীরা। ইঞ্জিন চালিত নৌকায় ছিলেন মোট ১২জন যাত্রী। দুপুর আড়াইটার দিকে বেড়ামোহনা হাওরে ধমকা হাওয়ায় নৌকাটি ডুবে যায়। এ সময় আটজন যাত্রী সাতার কেটে পাড়ে উঠলেও চারজন নিখোঁজ থাকেন। পরে তিনজনকে উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তাররা মৃত ঘোষনা করেন।