বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

বানিয়াচংয়ের দুই নেতার রাজনৈতি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা সালিসে নিষ্পত্তি ক্ষমা প্রার্থণা ॥ উভয় পক্ষকে আড়াই লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৩
  • ৪৭২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে বিএনপির নেতা ও যুবদল নেতার রাজনৈতিক আধিপত্যকে কেন্দ্র করে ৪ মহল্লাবাসীর মধ্যে স্মরণকালের ভয়াবহ সংঘর্ষের বিষয়টি আপোসে নিষ্পত্তি হয়েছে। এক পক্ষকে ২লাখ ও আরেক পক্ষকে ৫০ হাজার টাকা ক্ষতিপুরণ দেয়ারও সিদ্ধান্ত হয়েছে। গতকাল বানিয়াচং সিনিয়র আলিয়া মাদ্রাসা মাঠে উভয় সালিস বৈঠকের আয়োজন করা হয়। প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান’র পরিচালনায় উক্ত সালিশ বৈঠকে সভাপতিত্ব করেন ডাঃ সাখাওয়াত হাসান জীবন। সালিস বৈঠকের শুরুতেই দু’পক্ষ ঘটনার বিশদ বর্ণনা দেয়। যাত্রাপাশার পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ মোতাব্বির মিয়া এবং চান্দের মহল্লা, জাতুকর্নপাড়াসহ ২১ মহল্লার পক্ষে মিয়া শাঁ। নতুন বাজারের ক্ষয়ক্ষতির বিষয়ে বাজার কমিটির পক্ষে বক্তব্য রাখেন সভাপতি রেজাউল মোহিত খান, সহ-সভাপতি হাজ্বী রুশন আলী। সালিসকারীদের মধ্যে উপস্থিত ছিলেন ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া, মাওলানা আব্দুল বাছেত আজাদ, বিশিষ্ট মুরুব্বী মোঃ ইলিয়াছ মিয়া, ভাইস-চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব, ৩নং ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, হাজ্বী ফরিদ উল্বা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান, শেখ বশির আহমেদ, মাওলানা শফিকুর রহমান, মাওলানা আতাউর রহমান, মাওলানা আব্দুল ওয়াদুদ, বিএসডি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোবাশ্বির আহমেদ, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, জাতীয় পার্টি নেতা মোঃ আব্দুল মুকিত লস্কর, কোরাইশি মাদ্রাসার পরিচালক মাওলানা মোবাশ্বির আহমদ প্রমূখ। বৈঠকে বিস্তারিত আলোচনার পর সভার সভাপতি ডাঃ সাখাওয়াত হাসান জীবন রায় ঘোষণা করেন। রায়ে বলা হয় (১) শেখ আমজাল খানকে দোষী সাব্যস্থ করে মুহিবুর রহমান বাবলুকে খুশী করতে এবং পঞ্চায়েতের কাছে ক্ষমা প্রার্থনার জন্য বলা হয় (২) দাঙ্গায় আহতদের চিকিৎসা ব্যয় স্ব-স্ব পক্ষ বহন করবে (৩) আমজাল ও তার ভাইয়েরা ভবিষ্যতে যদি নতুন বাজারে কাউকে মারধর ও দেশীয় অস্ত্র প্রদর্শন করে তাহলে ১ লাখ টাকা জামানত নিয়ে তাদের বিচার কার্যক্রম শুরু করা হবে (৪) দাঙ্গায় বাজারের ক্ষতিপূরণ বাবদ শেখ আমজাল খান ২ লাখ ও মহিবুর রহমান বাবলুকে ৫০ হাজার টাকা ক্ষতিপুরণ হিসেবে বাজার কমিটির সভাপতির কাছে হস্তান্তর করা (৫) ভবিষ্যতে কোন দাঙ্গা পরিলক্ষিত হলে এর জের ধরে হবিগঞ্জের রাস্তায় কিংবা হাসপাতালে যাবার পথে কাউকে বাধা বিপত্তি দেয়া হলে ৫০ হাজার টাকা জামানত রেখে তাদের বিচারকার্য শুরু করা হবে (৬) উভয় পক্ষের মুরুব্বীদের মধ্যে মিলমিশ করিয়ে বুক মিলিয়ে দেয়া হয়। এই রায় উভয় পক্ষই সর্বসম্মতিক্রমে মেনে নিয়ে বৈঠকস্থল ত্যাগ করেছেন। উল্লেখ্য, গত ১ ডিসেম্বর রাজনৈতিক বাগ্-বিতন্ডাকে কেন্দ্র করে বানিয়াচং সদরের নতুন বাজারে শেখ আমজাল খান ও মহিবুর রহমান বাবলুর পক্ষের লোকজনের মধ্যে ভয়াবহ দাঙ্গা হয়। প্রায় ৪ ঘন্টা ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে নতুন বাজার রণক্ষেত্রে পরিণত হয়। এ দাঙ্গায় গোটা বানিয়াচংয়ে আতংক ছড়িয়ে পড়ে। এতে বাজারের ৬১টি দোকান ভাংচুর করা হয়। দু’পক্ষের প্রায় দুই শতাধিক লোক আহত হয়। হবিগঞ্জ থেকে দাঙ্গা পুলিশ গিয়ে ব্যাপক রাবার বুলেট ও কাদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com