এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রাঃ) এর সুযোগ্য খলিফা নবীগঞ্জের পীরে কামিল প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা নুরুল হক বিলপাড়ী ছাহেব কিবলাহ‘র জানাযার নামাজ মৌলভীবাজারে শেষে নবীগঞ্জে দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকাল ২.৩০ মিনিটে মৌলভীবাজার সদরস্থ সাইফুর রহমান স্টেডিয়ামে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ শেষে বিকেলে মরহুমের গ্রামের বাড়ী নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের বিলপার গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। প্রায় লক্ষাধিক মানুষ অংশগ্রহন করেন জানাযার নামাজে। মরহুমের জানাযা পড়ান মরহুমের ২য় ছেলে মাওলানা সাদিকুর রহমান। দোয়া পরিচালানা করেন সাহেব কিবলা ফুলতলীর ছেলে ও আন্জুমানে আল-ইসলাহ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন, আন্জুমানে আল-ইসলাহের সাবেক কেন্দ্রীয় সভাপতি শায়খুল হাদিস হযরত আল্লামা হবিবুর রহমান, মৌলভীবাজার পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভি.পি মিজানুর রহমান, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাইয়ুুুুম সিদ্দিকি, মৌলভীবাজার জেলা আল-ইসলাহর সভাপতি মুফতি মাওঃ শামসুল ইসলাম, হবিগঞ্জ জেলা আল-ইসলাহর সভাপতি মাওঃ ফরিদ উদ্দিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ আলাউর রহমান টিপু, আল ইসলাহর হবিগঞ্জ জেলা সহ-সভাপতি কাজী মাওঃ এম হাসান আলী, সাধারণ সম্পাদক কাজী নজমুল হোসেন, হবিগঞ্জ জেলা তালামীজের সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ।
গত শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের বিলপাড় গ্রামের বাসিন্দা ছিলেন। দীর্ঘ কয়েক বছর ধরে বিলপাড়ী ছাহেব কিবলা স্বপরিবার মৌলভীবাজারে বসবাস করে আসছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও ভক্তবৃন্দ রেখে গেছেন।