মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ‘শান্তি ও ন্যায্যতা অর্জনে নারী নির্যাতন মুক্ত পরিবার ও সমাজ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে ২৫শে নভেম্বর থেকে ১০ই ডিসেম্বর পর্যন্ত নারী নির্যাতন নির্মূল করণে আন্তর্জাতিক প্রচারাভিযান ২০১৩ উপলক্ষে ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচীর জেন্ডার জাষ্টিস এন্ড ডাইভারসিটি বিভাগ এর আয়োজনে গতকাল ব্র্যাক বানিয়াচং সদর অফিসের সামনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। মানববন্ধনে পল্লী সমাজের সদস্য, এসটিইউপি, ওটিইউপি, ভিও মেম্বার, ওবিসি সদস্য, বিভিন্ন ব্র্যাক স্কুলের ছাত্রছাত্রী, ব্র্যাকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দ এতে অংশ গ্রহন করেন। মানববন্ধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বানিয়াচং সদর অফিসের এলাকা উন্নয়ন সমন্বয়কারী মোঃ ফখরুল আলম ভূইয়া, জেন্ডার জাষ্টিস এন্ড ডাইভারসিটি বিভাগের সেক্টর স্পেশালিষ্ট মোঃ আতিয়ার রহমান, সিইপি,এইচআরএলএস ও জেন্ডার কর্মসূচীর সিনিয়র শাখা ব্যবস্থাপক মোঃ মতিউর রহমান, সিইপি কর্মসূচীর টেইনার সোহানুর রহমান কাজল, শাখা ব্যবস্থাপক এমএফ (দাবী) মোঃ মহিনুল ইসলাম, সিনিয়র শাখা ব্যবস্থাপক এসটিইউপি মোঃ শাহিনুল কবির, জেন্ডার কর্মসূচীর কর্মসূচী সংগঠক আব্দুল্লাহ আল আহাদ ও মোঃ দেলোয়ার হোসেন প্রমূখ। এদিকে চৌধুরীবাজার অফিসের এলাকা উন্নয়ন সমন্বয়কারী বৃন্দাবন সাহার পরিচালনায় একই কর্মসূচী পালনের খবর পাওয়া গেছে।