বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বানিয়াচং প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনওকে বিদায় সংবর্ধনা জানানো হয়। এ সময় প্রেসক্লাব সভাপতি আখলাক হুসেইন খান খেলুর সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
প্রেসক্লাব সহ-সভাপতি ও আমারদেশ প্রতিনিধি হেমায়েত আলী খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল হারুন, হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন।
প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেলের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ইত্তেফাক ও সিলেটের ডাক প্রতিনিধি সর্দার আজিমূল হক স্বপন, যায়যায়দিন ও প্রতিদিনের বানীর স্টাফ রিপোর্টার শেখ জোবায়ের জসিম, এসএ টিভি ও হবিগঞ্জের জনতার এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার মখলিছ মিয়া, আয়না পত্রিকার বিশেষ প্রতিনিধি দেওয়ান শোয়েব রাজা, আয়নার বনিয়াচং প্রতিনিধি মো: আশিকুল ইসলাম, দৈনিক খোয়াইয়ের বানিয়াচং প্রতিনিধি শিব্বির আহমদ আরজু, দেশজমিন পত্রিকার প্রতিনিধি খলিলুর রহমান, সমকাল ও প্রভাকর প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন, ঢাকা প্রতিদিন প্রতিনিধি মওদুদ মজুমদার, বিজয়ের প্রতিধ্বনির দেলোয়ার হুসেন প্রমূখ।
উল্লেখ্য, ইউএনও মোহাম্মদ শামছুল ইসলামকে এনবিআর এর চেয়ারম্যানের একান্ত সচিব হিসেবে পদায়ন করা হয়।