স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে হাওরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। নিহত যুবকের নাম-হোসেন আলী (২৭)। তিনি উপজেলার যাত্রাপাশা ইউনিয়নের তারাপাশা গ্রামের গোলাম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে সে তার নিজ জমিতে কাজ করতে যায়। এ সময় বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাত হয়। এতে তার শরীর ঝলসে যায়। স্থানীয়রা তাকে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। বানিয়াচঙ্গ থানার ওসি নির্মলেন্দু বিষয়টি নিশ্চিত করেছেন।