স্টাফ রিপোর্টার ॥ দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক ও প্রকাশক গোলাম মোস্তফা রফিকের মাতা শতবর্ষী ছায়েরা খাতুন ইন্তেকাল করেছেন। (ইন্না..রাজিউন)। গত মঙ্গলবার ৬ টা ৪৫ মিনিটে হবিগঞ্জ শহরের রাজনগরস্থ নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৯ বছর। গতকাল বুধবার রাজনগর জামে মসজিদে ১ম জানাজা ও রাজনগর কবরস্থান মসজিদে ২য় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে রাজনগর কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ৩ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
দৈনিক সম্পাদক গোলাম মোস্তফা রফিকের মাতা ছায়েরা খাতুনের মৃত্যুর সংবাদ শুনে সাংবাদিক, রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন তাদের বাসায় ছুটে আসেন।