স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ডাকাত দল সর্দার রাহাতসহ ৫ডাকাতকে আটক করেছে পুলিশ। গত ১৪ জুলাই বিকেল ৬টার দিকে বানিয়াচং থানার এসআই আরিফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মাতাপুর গ্রামের রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে একাধিক ডাকাতি মামলার আসামী রাহাত আলী ও রুবেল মিয়াকে আটক করে। এসময় তারা ডাকাতি করতে পরামর্শ করছিল।
অপরদিকে মাকুলী নৌ-পুলিশ ফাঁড়ির আইসি এসআই মো: জিয়াউর রহমান এর একই দিন রাত অনুমান দেড়টার দিকে এলাকার স্থানীয় মেম্বার ও জেলেদের সহযোগিতায় ডাকাতির প্রস্তুতিকালে চুনারুঘাটের একতিয়ারপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে রুবেল মিয়া (২৫), মজলিশপুর গ্রামের রফিক উল্লার ছেলে আওলাদ মিয়া (২১)ও বানিয়াচংয়ের দেওয়ানবাগ গ্রামের মোতাব্বির মিয়ার ছেলে মনিরুজ্জামান ৩ টি রামদা, ১টি কিরিচ, ৬ টি লোহার রডসহ আটক করেন।