স্টাফ রিপোর্টার ॥ সামাজিক সংগঠন দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল হবিগঞ্জ শহরের আমির চান কমপ্লেক্সের স্কাই কুইন রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ লিজান খান। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ তারেকুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম কাউছার আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, হবিগঞ্জ চেম্বার অব কমার্স প্রেসিডেন্ট মোতাচ্ছিরুর ইসলাম, হবিগঞ্জ ষ্ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার মোঃ তাজুল ইসলাম, হবিগঞ্জ জেলা স্বেচ্ছালীসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, আহসানুল হক সুজা, পৌর কাউন্সিলর গৌতম কুমার রায়, দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এর নবনির্বাচিত সভাপতি রাসেল চৌধুরী, সহ-সভাপতি আবু ছালেহ মোঃ নূরুজ্জামান চৌধুরী শওকত, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা রুবেল আহমেদ চৌধুরী, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক তুহিন খান, ডাঃ বিশ্বজিত আচার্য্য, মোহাম্মদ নাছির উদ্দিন।
এতে অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন, দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি আল-আমি হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রাজেন্দু শেখর দাশ, আশরাফুল হক রাকিব, এ এইচ শুভন, সাংগঠনিক সম্পাদক শেখ রাব্বি, দেওয়ান শাকিল, নজরুল ইসলাম, পূজন মোদক সাজু, প্রচার সম্পাদক শাহ্ পাপ্পু, পলাশ চৌধুরী, অর্থ সম্পাদক মিজানুর রহমান, সেলিম হাসান জাহান, দপ্তর সম্পাদক সায়েম রহমান সিদ্দিকুর, সমাজ কল্যাণ সম্পাদক রাকিব আজাদ, সৌকত আলী তুষার, সাংস্কৃতিক সম্পাদক সাজু সূত্রধর, মীর শিহাব, পরিবেশ বিষয়ক সম্পাদক জীবন মোদক, রূপম তালুকদার, শরীফ আহমেদ শ্যামল, অনিক, জয় দেব দাশ, রবিন, শহীদুল ইসলাম, নির্জন তালুকদার, মাহিন, মোঃ অন্তু, প্রমূখ। আলোচনা সভা শেষে মোজানাত করেন মাওলানা ফরাস উদ্দিন।