শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

নবীগঞ্জের কুতুব উদ্দিন ও মতিউর রহমান রাহিয়াকে জেল হাজতে প্রেরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫
  • ৩৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের বড় ভাকৈর গ্রামের ডাকাতি ও খুনের মামলার আসামী কুতুব উদ্দিন ও একই গ্রামের মতিউর রহমান রাহিয়াকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। গত মঙ্গলবার ওই দুই আসামী হাজিরা দিতে আসলে আদালত তাদের জামিন না-মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।
মামলার বিবরণে প্রকাশ, গত ৩ জুলাই রাতে কুতুব উদ্দিন ও মতিউর রহমানসহ একদল দুর্বৃত্ত বড় ভাকৈর গ্রামের ব্যবসায়ী একে আজাদ চৌধুরীর উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। আজাদ চৌধুরী বাড়ির পাশে একটি দোকানে ফেক্সিলোডের জন্য বড় ভাকৈর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছে গেলে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটনায়।
উল্লেখ্য, কুতুব উদ্দিন ও মতিউর রহমান রাহিয়ার সাথে ব্যবসায়ী আজাদ চৌধুরীর পূর্ব বিরোধ ছিল। পূর্ব থেকে ওৎ পেতে থাকা কুতুব উদ্দিন ও মতিউর রহমান রাহিয়ার লোকজন আজাদ চৌধুরীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে আজাদ চৌধুরীর দুই হাত ও দুই পা ভেঙ্গে যায়। পরে আজাদ চৌধুরীর শোর চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে আজাদ চৌধুরীকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় ৬ জুলাই একে আজাদ চৌধুরীর ছোট ভাই মহিবুর রহমান চৌধুরী বাদি হয়ে ১১ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় কুতুব উদ্দিন ও মতিউর রহমান রাহিয়া আদালতে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com