প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন রোডস্থ প্রবীন রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক ও শ্রী শ্রী মহাপ্রভূ আখড়ার যুগ্ম সাধারণ সম্পাদক কমরেড হীরেন্দ্র দত্তের সহধর্মিনী কৃষ্ণধন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা পদ্মাশ্রী দাস এর অকাল মৃত্যুতে শ্রী শ্রী মহাপ্রভূ আখড়া কমিটির সকল সদস্যবৃন্দের পক্ষে কমিটির সেবাইত, সভাপতি ও সাধারণ সম্পাদক এক বিবৃতিতে মর্মাহত ও গভীর শোক প্রকাশ করেন। শ্রীমন মহাপ্রভূর শ্রী চরণে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। তিনি গত রবিবার গুরুতর অসুস্থ হয়ে সিলেটের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি দুই মেধাবী কন্যা, স্বামীসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছে।