স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ করেছে হবিগঞ্জ জেলা যুবদল। গতকাল বুধবার বিকালে শায়েস্তানগরস্থ যুবদলের অস্থায়ী কার্যালয়ে এই বস্ত্র বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী ও এডভোকেট হাজী নুরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছ ও সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, পৌর যুবদলের আহ্বায়ক সফিকুর রহমান সিতু, সদর থানা যুবদলের সবাপতি শাহ মশিউর রহমান কামাল, জেলা যুবদল নেতা মতিউর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আলম সাজন ও শেখ মামুনুর রশিদ, জেলা ছাত্র দল নেতা এডঃ গুলজার খান, জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক আবু ছালেক, যুবদল নেতা দুলাল মিয়া, জালাল উদ্দিন সজলু, মোঃ মালেক শাহ, রবিউল আলম রবি, মঞ্জুর উদ্দিন মঞ্জু, তৌফিকুল ইসলাম রুবেল, শাহজান মিয়া, সবুজ মিয়া, এস ডি সজল প্রমুখ।