নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ কর্তৃক পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নের দুস্থ মানুষদের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উক্ত ইউপির ১ হাজার ৩২ জন সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুক্তাদির চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, ট্যাগ অফিসার উপজেলা যুব উন্নয়ন অফিসার মনিরুজ্জামান, ইউপি মেম্বার জিল্লুুর নুর, আব্দুল হাকিম, এনাম আহমদ, ইমান আলী, আজিজুর রহমান ও ইউপি সচিব জুয়েল মিয়া প্রমূখ। মাথাপিছু ১০ কেজি হারে ১ হাজার ৩২ জন কার্ডধারীদের মধ্যে উক্ত ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।