স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে পুকুরে ডুবে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার তিতারকোনা গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে এনি আক্তার (২)। জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার তিতারকোনা গ্রামের সৌদি প্রবাসী বাচ্চু মিয়ার মেয়ে এনি আক্তার বাড়ির পুকুরে পড়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।