স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন-আওয়ামী লীগ সরকার দেশের সকল শ্রেণীর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। অসহায় দুঃস্থ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করছে। বয়স্ক ভাতা, অসচ্ছল এবং প্রতিবন্ধিদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে তাদের প্রাপ্ত অধিকার ফিরিয়ে দিচ্ছে। পক্ষান্তরে বিএনপি জোট সরকার এসব অসহায় মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। তাদের প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত করেছে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অচিরেই বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করবেন। তাই তিনি সকল মুক্তিযোদ্ধের স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। গতকাল সোমবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা অধিদপ্তরাধীন নিরাপত্তা বেষ্ঠনীর আওতায় অস্বচ্ছল প্রতিবন্ধি এবং প্রতিবন্ধি শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সুয়েব হোসেন চৌধুরী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকার ইকবাল, লুকড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ফরহাদ আহম্মেদ আব্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহান, লস্কারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান হিরু প্রমুখ। অনুষ্ঠানে ১৯১জনকে অস্বচ্ছল প্রতিবন্ধি ভাতা, প্রতিবন্ধি শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি প্রাথিমিক স্তরে ৭১ জন, মাধ্যমিক স্তরে ২৪ জন এবং উচ্চ মাধ্যমিক স্তরে ২ জনের মাঝে নগদ ৩ হাজার টাকা করে বিতরণ করা হয়। এছাড়া ত্রাণ ও পূর্নবাসন অধিদপ্তরের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দুস্থ বা অসহায় ব্যক্তি পর্যায়ে মোট ৬৫ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। এছাড়াও ঐচ্ছিক তহবিল থেকে ১৪৮ জন দুস্থ ব্যক্তির মাঝে ২ লাখ ৮২ হাজার টাকা বিতরণ করেন এমপি আবু জাহির।