প্রেস বিজ্ঞপ্তি ॥ সমাজ সেবায় অবদান রাখার জন্য আনোয়ার হোসেন জেলার শ্রেষ্ট ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পুকড়া ইউনিয়নের রামগঞ্জ গ্রামে, আলীগঞ্জ বাজার ও নাগুড়া ফার্ম বাজারে মিষ্টি বিরতণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি মেম্বার ছনু মিয়া চৌধুরী, আবুল কালাম, আব্দুর রউফ, ফারুক মিয়া, ফজর উদ্দিন, আব্দুল মালেক, কাজী শাহজাহান, বকুল দাশ প্রমূখ।
উল্লেখ্য, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনকে সম্প্রতি জেলা শ্রেষ্ট ইউপি চেয়ামর্যান নির্বাচিত করা হয়েছে। কাজের গুনগত মান, ক্ষদতা, দুর্নীতি মুক্ত কার্য সম্পাদন, জগণের সাথে সু-সম্পর্ক, জগণের নিরাদত্তা নিশ্চিত করণ ইত্যাদি’র উপর ভিত্তি করে এশিয়ান জার্নালিস্ট হিউ ম্যান রাইটস এন্ড কার্লচারাল ফাউনন্ডেশন এজাহিকাফ কর্তৃক গবেশনায় “মানবাধিকার শান্তি পদক ২০১৫” পদকে তিনি ভূষিত হন। সারা বাংলাদেশে ৩৫জন চেয়ারম্যানকে এ পদক দেওয়া হয়। হবিগঞ্জ জেলার মধ্যে একমাত্র তিনিই এই পদক প্রাপ্ত হন।