প্রেস বিজ্ঞপ্তি ॥ মুড়ারবন্দ সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীন হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্টাতা ও নবীগঞ্জ রায়েরপুর বড় বাড়ী বিশিষ্ট ব্যবসায়ী বিভন শপিং সেন্টারের স্বত্তাধিকারী আলহাজ্ব শাহিদুর রহমান চৌধুরী সাফীর নিজ নিজস্ব তহবিল থেকে ওই মাদ্রাসার ছাত্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, ওই মাজারের মোতায়াল্লি সৈয়দ শফিক আহমেদ, মাওঃ নিয়ামত আলী, সৈয়দ ইউনুস আলী, সৈয়দ যুবরাজ, সৈয়দ কবির মিয়া, সৈয়দ দুদা মিয়া, গোলাম রহমান বজলু, আব্দুর রহিম প্রমুখ। এছাড়াও তারা হযরত সোলেমান শাহ ফতেহ গাঁজী মাজারে ইফতার সামগ্রী বিতরণসহ গরীব ও দুস্থদের মাঝে ফিতরা বিতরণ করেন। আগামী ২৭ রমজান উপলক্ষে সিপাহসালাহ নাসির উদ্দীনের মাজারে ওরুস ও মাহফিল অনুষ্টিত হবে।