এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাও গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে একটি পুড়ে ছাই অপর একটি ঘরের আংশিক ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজন এবং হবিগঞ্জ ও নবীগঞ্জ থেকে ফায়ারসার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রাত ১২ টার দিকে ওই গ্রামের মোস্তফা মিয়ার ঘরে আগুন লাগে। মাহুর্তে আগুণ পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে রক্ষিত সম্পুর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। সাথে সাথে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। এদিকে খবর পেয়ে হবিগঞ্জ ও নবীগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। আগুনে মোস্তফা মিয়ার বসত ঘর সম্পূর্ণ ও প্রতিবেশী ইসমাইল মিয়ার ঘর আংশিক পুড়ে যায়। এতে ৫/৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে গৃহকর্তা দাবী করেছেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আবার কারো ভাষ্যমতে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।