এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার মধ্যসমেত গ্রামের গরু চোর চক্রের গডফাদার মো: শামীম মিয়া (২৮)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধায় তাকে গ্রেফতার করা হয়। তার ভাই গরুর
(১ম পৃষ্ঠার পর) চোর সিন্ডিকেটের অন্যতম সদস্য দিপু মিয়া পলাতক রয়েছে। তারা ওই গ্রামের রয়ফর উল্লার ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমেত গ্রামের রয়ফর উল্লার ছেলে মোঃ শামীম মিয়া একটি সিন্ডিকেট তৈরী করে দীর্ঘ দিন ধরে গরু চুরির সাথে জড়িত ছিল। সর্বশেষ গত মঙ্গলবার গভীর রাতে ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডোবা গ্রামের আব্দুর রুপ মিয়ার গোয়ালঘর থেকে একটি ষাড় ও বানিউন গ্রামের রুহেল মিয়ার গোয়াল ঘর থেকে গাভীসহ তিনটি গরু চুরি করে একটি পিকআপ ভ্যানে করে নিয়ে যায়। খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁিড়র ইনচার্জ ধর্মজিত সিনহার নেতৃত্বে একদল পুলিশ তাদের পিছনে ধাওয়া করে রাত প্রায় ৩টার দিকে নবীগঞ্জ-কাজিরবাজার সড়কের মাধবপুর নামক স্থান থেকে চারটি গরু এবং ঢাকা মেট্রো- ১৬-৪৩২২ নম্বরের পিকআপ ভ্যানসহ সেফুল মিয়া ও খোঁকন মিয়াকে আটক করা হয়। এর আগেই গরু চোরের গডফাদার মোঃ শামীম মিয়া পালিয়ে যায়। আটককৃতদের দেওয়া তথ্য মতে তাদের সিন্ডিকেটের প্রধান শামীম মিয়াকে গতকাল শনিবার সন্ধা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ধর্মজিত সিনহার নেতৃত্বে একদল পুলিশ মধ্যসমত গ্রাম থেকে গ্রেফতার করে। সিন্ডিকেটের সকল সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।