প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাট উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গ, সহযোগী সংগঠনের উদ্যোগে ও আলোচনা সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্থানীয় দিদার কমিউনিটি সেন্টারে চুনারুঘাট উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসানের সভাপতিত্বে ও চুনারুঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডঃ মোঃ আব্দুল হাই’র পরিচালনায় ও ইফতার কমিটির আহ্বায়ক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর সিরাজ আলীর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা বিএনপি সভাপতি ও জেলা আইনজীবি সমিতির সভাপতি এডঃ ছালেহ উদ্দিন আহমেদ, চুনারুঘাট পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইদ্রিস আলী।
এতে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আবু ছালেহ মোঃ সফিকুর রহমান, ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, এডঃ মোজাম্মেল আহমেদ চৌধুরী, মোঃ এখলাছ তালুকদার, হাজী মীর হোসেন, মোঃ এমদাদুল হক চৌধুরী, মোঃ আব্দুল মুকিত, মোজাম্মেল হক তালুকদার, মোঃ খায়রুল আলম, মোঃ আব্দুল হামিদ, মোঃ আব্দুল আউয়াল, মোঃ সফিক মিয়া, মোঃ জালাল মিয়া, সৈয়দ আবু নাঈম হালিম, আব্দুল মান্নান রুমন, রফিক তালুকদার, মানিক মিয়া, ফরিদ মিয়া, আইয়ূব আলী, ফখরুল হাসান মুহিদ, আমিনুল ইসলাম সুজন, হোসাইন আহমেদ রুবেল, সৌরভ, শাহীন, কামরুল হাসান মাসুম, শরীফ, শাহনুর, রফিক তালুকদার, ফজলুল হক, মোঃ আব্দুল্লাহ, হেলাল মিয়া, মোঃ লিয়াকত, মুমিন আলী, মাওঃ আবুল কাশেম, মাওঃ আশিকুর রহমান, শামীম রানা প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে এডঃ এনামুল হক সেলিম বলেন, পবিত্র মাহে রমজান মাস, ধনি গরীবকে এক কাতারে নিয়ে আসে। আর এই মাসে আমাদের সকল বিবেদ ভুলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে অবৈধ আওয়ামী সরকারকে গণতন্ত্রের পথে আসতে বাধ্য করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে জিয়া পরিবার, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর শান্তি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।