স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সে দৌলতপুর (মাইজহাটি) গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে লিটন মিয়া। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ভোর রাতে লিটন মিয়া কাদিরগঞ্জ বাজারের জনৈক সুজন কবিরাজের দোকানের সামনে গাঁজা বেচা কেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মার্কুলী নৌ-পুলিশ ফাঁড়ীর এসআই জিয়াউর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এসময় ১০০ গ্রাম গাঁজাসহ লিটনকে আটক করা হয়। এ ব্যাপারে বানিয়াচং থানায় মাদক আইনে মামলা হয়েছে।