নবীগঞ্জ প্রতিনিধি ॥ “নারী ও শিশু সবার আগে, বিপদে-দূর্যোগে প্রাধান্য পাবে” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নবীগঞ্জে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। এ উপলক্ষে আই.ই.এম ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে গতকাল শনিবার দুপুরে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প.প. কমিটির সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নগেন্দ্র কুমার দাশ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, ইউপি চেয়ারম্যান মেহের আলী মহালদার, ব্র্যাকের উপজেলা ম্যানেজার শাহ আলম ভূইয়া, সূর্যের হাঁসির কর্মকর্তা রাসেদুল হক। জুয়েল আহমদের পরিচালনায় অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত প.প. কর্মকর্তা শাহাদত হোসেন। এতে নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সাংবাদিক মতিউর রহমান মুন্না, স্বাস্থ্য পরিদর্শক গোপেশ চন্দ্র দাশ, অজিত কুমার দাশ, মোঃ জালাল উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মী রোকেয়া বেগমসহ অনেকেই উপস্থিত থেকে বক্তব্য রাখেন।