প্রেস বিজ্ঞপ্তি ॥ গত সোমবার শ্রীমতপুর মাদানিয়া মাদ্রাসা এতিমখানা কমপ্লেক্স এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। সাবেক এমপি এডভোকেট আব্দুল মোছাব্বির এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, হলদারপুর মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস শহিদ। বিশেষ অতিথি ছিলেন, মাওলানা হোসাইন আহমদ। এতে বক্তব্য রাখেন, মাওলানা হাফেজ মুয়াল্লিমুল ইসলাম, মাওলানা রশিদ আহমদ খাঁন। মাদ্রাসার পরিচালক মাষ্টার শফিকুর রহমানের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা কাওছার আহমদ, হাফেজ সেলিম আহমদ, মাষ্টার গোলাম মোহাম্মদ, মদরিছ মিয়া, মাওলা মিয়া, হাজী ইলিয়াস মিয়া, সমছু মিয়া, সফিকুর রহমান, ইয়াকুব উল্লাহ, মাওলানা লুৎফুর রহমান প্রমুখ। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন উমেদনগর মাদ্রাসার মোহাদ্দিছ মাওলানা নজরুল ইসলাম।