প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গতকাল বৃহষ্পতিবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও লুৎফুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলার সাবেক সভাপতি মাওলানা ফয়সল তালুকদার ও হবিগঞ্জ জেলার সাবেক সভাপতি চৌধুরী মাহবুব খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-ছাত্র মজলিস হবিগঞ্জ জেলা সেক্রেটারী শেখ নুরুল ইসলাম কুহিনুর, নবীগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সালেহ যাকারিয়া, আবু সুফিয়ান, মাহবুব আবেদীন মোহন, আব্দুল মান্নান, সদরুল আমীন জসিম, সাঈদ আহমেদ, সাইফুর রহমান, ইউসুফ, মাসুম, দিলোয়ার, তোফাজ্জল, শাকিল প্রমুখ। দোয়া ও মোনাজাত করেন মাওলানা মোশাহিদ আলী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-ছাত্র মজলিস রমজান মাসকে তাকওয়া অর্জন ও আল্লার প্রতি ভীতি প্রদর্শনের মাস হিসাবে গ্রহণ করেছে। আর তাকওয়া অর্জনের মধ্য দিয়ে ইসলামী আন্দোলনের জন্য নিজেকে তৈরী করতে হবে যাতে লতিফ সিদ্দিকীর ন্যায় কোন নামধারী মুসলিম আল্লার জমিনে আল্লাহর ও রাসুল (স:) এর বিরুদ্ধে কথা বলার সাহস না পায়।