প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে সুধী জনদের সম্মানে এক ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ৫.০০ ঘটিকায় শেরপুর রোডস্থ হাজারী কমিউনিটি সেন্টারে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা জামায়াত আমীর ও নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারী ইসমাইল হোসেন জসিম এর পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জামায়াত সেক্রেটারী মাওলানা মুশাহীদ আলী। ইফতার পূর্ব মুহুর্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুশাহীদ আলী বলেন স্বাধীনতার ৪৪ বছর পর বাংলাদেশ সবচেয়ে কঠিন সময় অতিবাহিত করছে। জাতির ঘাড়ে একদলীয় ও বাকশালী শাসন চাপিয়ে দেয়ার মাধ্যমে ক্ষমতাসীন অবৈধ সরকার গণতন্ত্রকে ছিন্নভিন্ন করে দিয়েছে। নতজানু পররাষ্ট্রনীতির কারণে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। এমতাবস্থায় মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস রমযান থেকে শিক্ষা নিয়ে মানবতার কল্যাণে দেশ ও জাতিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। ইনশাআল্লাহ সময়ের ব্যবধানে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে জাতির কল্যাণ নিশ্চিত হবে। জাতির সকল দুর্দিনে অতীতের ন্যায় জামায়াতের ইসলামী তার শান্তিপূর্ণ কর্মসূচী অব্যাহত রাখবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জামায়াত সহকারী সেক্রেটারী ও হবিগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি প্রভাষক ছাদিকুর রহমান, নবীগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি ও প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর জামায়াত আমীর সাইদুল হক চৌধুরী ছাদিক, হবিগঞ্জ জেলা উলামা দলের সহ সভাপতি মাও: মোস্তফা আল হাদী, নবীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি এটিএম সালাম, অধ্যাপক আলী আক্কাছ মোল্লা, উপজেলা শিবির সভাপতি তারেকুল ইসলাম, খেলাফত মজলিশ নবীগঞ্জ উপজেলা সেক্রেটারী হাফেজ নাজমুল ইসলাম, এস.এ.মুসা, আব্দুল আলী শাহীন, জমিয়তে ইসলামির সদস্য সচিব আব্দুর রকিব হক্কানী, মাসুদ আহমেদ জিহাদী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আহমদ হোসাইন, বিএনপি নেতা মনর উদ্দিন, উপজেলা যুবদল সেক্রেটারী সোহেল আহমদ রিপন, বিএনপি নেতা ও ৯নং বাউসা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান সাদিকুর রহমান শিশু, সাবেক শিবির সভাপতি হাফেজ হোসাইন খান, ছাত্রনেতা অলিউর রহমান অলি, এনটিভি নবীগঞ্জ প্রতিনিধি মুহিবুর রহমান তছনু, হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক সেলিম মিয়া তালুকদার, দৈনিক সংগ্রাম নবীগঞ্জ প্রতিনিধি মুহাম্মদ শওকত আলী, নবীগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি লোকমান আহমদ, সেক্রেটারী শাহ আবু বকর, মোঃ আলা উদ্দিন, আলী বাহার, মুহাম্মদ সুবিন চৌধুরী, শিবির সেক্রেটারী হাফেজ রফিকুল ইসলাম, পৌর শিবির সভাপতি আলিমুল ইসলাম তালুকদারসহ সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন উপজেলা আমীর ও ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী।