নবীগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত শাহনেওয়াজ মিলাদ গাজী বলেছেন- দেশ আজ দু,ভাগে বিভক্ত। একদিকে শোষন নির্যাতন, বোমাবাজি, হত্যা, ক্যু, অগ্নি সংযোগ খালেদা জিয়ার অপ রাজনীতি, অন্যদিকে উন্নয়ন অগ্রগতি শান্তি গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা শেখ হাসিনার রাজনীতি।
গতকাল রবিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ আয়োজিত কমী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথা বলেন। স্থানীয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজল, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী, সাবেক জেলা কৃষকলীগের আহবায়ক এডভোকেট সুমঙ্গল দাশ সুমন, সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমদ, ইমদাদুল হক চৌধুরী, হাজ্বী আব্দুল মুহিত চৌধুরী, ইউপি চেয়ারম্যান আবুল খয়ের গোলাপ, সমর চন্দ্র দাশ, এডভোকেট আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ, এডভোকেট মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, রিজভী আহমদ খালেদ, রবীন্দ্র কুমার পাল, পৌর আওয়ামীলীগ সভাপতি মোজাহিদ আহমদ, সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী, শাহনুর তালুকদার, ফরহাদ আহমদ, হাজ্বী মাহমুদ মিয়া, ফজলুল করিম, দিপ্তেন্দু দাশ গুপ্ত বিধু, হারুন মিয়া, শেখ আব্দুল হাকিম, মোঃ নুরুজ্জামান, মোঃ বজলুর রহমান, শৈলেন দাশ প্রমূখ। কর্মী সভায় দলীয় শৃংখলা ভঙ্গের কারনে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লোকমান আহমদ খানকে সাময়িকভাবে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় দলীয় প্রার্থী শাহনেওয়াজ মিলাদ গাজীর পক্ষে একযোগে কাজ করার জন্যে দলীয় নেতাকর্মীকে আহবান জানানো হয়েছে।