স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে বিষ পানে ৭ সন্তানের জননী আত্মহত্যা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের সময় উপজেলার শিপপাশা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতের নাম মিনারা বেগম (৪০)। সে ঐ গ্রামের মুকলেছ মিয়ার স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা যায়, বহুদিন ধরে মিনারার ছেলে মুবারক মিয়া (২০) তার পছন্দের মেয়ের সাথে বিয়ের জন্য তার মায়ের সাথে মনোমালিন্য চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার বিকেলে কথা কাটাকাটি হয়। এতে মা মিনারা বেগম ছেলের সাথে অভিমান করে ইফতারের সময় ঘরে থাকা কিটনাশক পান করে ছটপট করতে থাকেন। পরে পরিবারে লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে রাত ১০টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর সংবাদ শুনার পর পরই হাসপাতালে লাশ রেখে তার আত্মীয় স্বজনরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আটক করে।
আজমিরীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. তৈমুর বখত চৌধুরী জানান, এ ব্যপারে আমাদের কাছে কোন খবর নেই। তবে এখন যেহেতু খবর পেয়েছি যত দ্রুত সম্ভব আমরা ব্যবস্থা নিচ্ছি।