স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
সোমবার শুনানি শেষ আগামী ১৪ জুলাই এ তারিখ ধার্য করা হয়। সিলেট বিভাগীয় দ্রুত বিচারট্রাই ব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মনির আহমদ পাটওয়া এ আদেশ দেন। সোমবার মামলাটি চার্জ গঠনের দিনধার্য ছিল। গত ১১ জুন হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ আলোচিত এই মামলাটি দ্রুত নিষ্পত্তির লক্ষে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ২ জুন হবিগঞ্জ জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নিশাত সুলতানার আদালত থেকে মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়েছিল।