স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ১২ জন পরোয়ানাভূক্ত ও ৯ জন নিয়মিত মামলার আসামী।
জেলা গোয়েন্দা কর্মকর্তা শাহ গোলাম মোর্তুজা জানান, জেলার মাধবপুর থানায় ৬ জন, বানিয়াচং থানায় ১ জন, নবীগঞ্জ থানায় ৪ জন, আজমিরীগঞ্জ থানায় ১ জন, বাহুবল থানায় ১ জন, হবিগঞ্জ সদর থানায় ৪জন, লাখাই থানায় ১ ও চুনারুঘাট থানায় ৩ জন আসামী গ্রেফতার করা হয়।