মুফতী এম এ মজিদ
মহান আল্লাহ তা’আলা বলেন, অতঃ পর তার খোদা যখন তাকে স্বীয় নিয়ামত দানে ধন্য করেন, তখন সে সেই বিপদের কথা একদম ভূলে যায়। কিন্তু সে জন্য পূর্বে সে খোদাকে ডাকছিল। আল্লাহ তা’আলা পবিত্র কুরআনের অন্য জায়গায় বলেন, বাস্তবিকই মানুষ তার খোদার প্রতি বড়ই অকৃতজ্ঞ। মানব জীবনে মানসিক শান্তি আল্লাহর এক বিরাট নিয়ামত। একে দুনিয়ার কোন সম্পদ দ্বারাই খরিদ করা যায় না। দুনিয়ায় এমন অনেক ধনশালীকে দেখা যায়। সব রকম বস্তগত উপায় উপকরণ ও সুযোগ সুবিধা যাদের কাছে রয়েছে। কিন্তু তাদের বাস্তব জীবনটা একে বারেই মরুময়। এক মুহুুতের জন্যও তারা শান্তি ও স্বস্থির মুখ দেখতে পায় না। দর্শনচর্চা হচ্ছে মানসিক প্রশান্তির উৎস আমাদের হতাশা অস্থিরতা ও উদ্বেগের পিছনে একটি সুনির্দিষ্ট কারণ নিহিত রয়েছে। তাহলে এই যে, আমরা কারো থেকে কিছু প্রত্যাশা করে থাকি। আর যখন সে প্রত্যাশা অপূর্ণ থাকে, তখন আমরা হতাশার শিকার হয়ে পরি।
লেখক
আলহাজ্ব মুফতী মোহাম্মদ আব্দুল মজিদ
খতিব-হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ।
০১৭১১-৮৫১৪০৬