চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের চান্দপুর চা বাগানে পঁচা ও পোকায় আক্রান্ত গম বরাদ্দ দেওয়ায় চা শ্রমিকরা চরম বেকায়দায় পড়েছে। বাগান কর্তৃপক্ষ প্রথম চালান নিয়ে চলতি সপ্তাহে রেশন বিতরণ করতে গেলে শ্রমিকরা এ গম খাওয়ার অযোগ্য দাবী করে গম নেয়নি। ফলে বৃহস্পতিবার চান্দপুর চা বাগানের প্রায় দেড় হাজার শ্রমিকর রেশন নেয়নি। এ ব্যাপারে গতকাল চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চা বাগানের নেতৃবৃন্দ লিখিত অভিযোগ দিয়েছে। একই সাথে গত সপ্তাহে দেউন্দি চা বাগানে শ্রমিক ধর্মঘটে ১৩টি দাবী মধ্যে রেশন হিসেবে নি¤œমানের গম/আটা বিতরণ বন্ধের দাবী জানিয়েছিল শ্রমিকরা।
চা বাগান সূত্রে জানা যায়, চলতি সপ্তাহে চুনারুঘাট উপজেলা খাদ্য গুদাম থেকে উপজেলার বিভিন্ন চা বাগানে সরবরাহ করা গম অত্যন্ত নি¤œমানের। যা পঁচা ও পোকায় আক্রান্ত। বাগান কর্তৃপক্ষ এ গম বিতরণ করতে চাইলে বাগানের শ্রমিকরা তা নিতে অস্বীকৃতি জানায়। তারা খাওয়ার যোগ্য ভাল গম/আটা রেশন হিসেবে দেওয়ার জন্য বাগান কর্তৃপক্ষের কাছে দাবী জানায়। গতকাল চান্দপুর চা বাগানের পঞ্চায়েত সভাপতি সাধন সাওতাল চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীরের কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
শ্রমিক নেতা স্বপন সাওতাল ও কাঞ্চন পাত্র জানান, বাগান থেকে তাদেরকে প্রতি সপ্তাহে রেশন হিসেবে যে আটা সরবরাহ করা হয়েছে তা খাবার অযোগ্য। গমের মধ্যে পোকা থাকায় আটার তৈরীর এগুলো খাওয়া যাচ্ছেনা। এ বিষয়ে তারা বাগান কর্তৃপক্ষের কাছে জিজ্ঞাসা করলে তারা সরকারি গুদাম থেকে এ গম সরবরাহ করা হয়েছে বলে শ্রমিকদের জানায়। শ্রমিকরা এ আটা খেয়ে অসুস্থ হওয়ার আশংকা রয়েছে জানিয়ে এ গম সরবরাহ বন্ধ করে নতুন বা ভাল গম সরবরাহের দাবী জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন।
এদিকে গত বৃহস্পতিবার সপ্তাহিক রেশন বিতরণের দিনে শ্রমিকরা এ পঁচা গম রেশন হিসেবে নেয়নি। তারা ভাল গম কিংবা চাল দেওয়ার দাবী জানিয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর জানান, বিষয়টি খোজঁ নিয়ে দেখা হচ্ছে। খাবার অযোগ্য গম/আটা চা বাগানের শ্রমিকদের খেতে দেওয়া হবে না। এ বিষয়ে উপজেলা খাদ্য গুদামের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গত অর্থ বছরে চুনারুঘাট উপজেলার কোন বাগানে গম সরবরাহ করা হয়নি। সকল বাগানেই চাল সরবরাহ করা হয়েছে। এছাড়া নি¤œমানের গম দেওয়ার তো প্রশ্নই উঠে না। তিনি জানান, চুনারুঘাটের গুদামে যে গম আছে তা ইতোমধ্যে বিভিন্ন প্রকল্পের কাজে দেওয়া হচ্ছে। গম নিম্নœমানের হলে তারা তো এ গম নিতেন না।
উল্লেখ্য, চুনারুঘাট উপজেলার সকল চা বাগান কর্তৃপক্ষ সরকারি গুদাম থেকে চাল বা গম সরকারি মুল্যে সংগ্রহ করে তাদের বাগানে নিয়মিত শ্রমিকদের মধ্যে মাত্র ১ টাকা মুল্যে সরবরাহ করে থাকে। প্রতি সপ্তাহে প্রত্যেক শ্রমিক সাড়ে ৩ কেজি করে আটা পান। এ হিসেবে উপজেলায় প্রতিমাসে প্রায় ১৭৫ মেঃটন চাল বা গমের প্রয়োজন হয়।