নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে এবং প্রদীপ দাশের আয়োজনে বিশেষ সৎসঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সৎসঙ্গের সভাপতি মৃনাল কান্তি দাশ বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সৎসঙ্গের সহ-সভাপতি সাংবাদিক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, মৃন্ময় কান্তি দাশ বিজন, সাধারণ সম্পাদক রশময় শীল, সাংস্কৃতিক সম্পাদক মিহির লাল সরকার, শিক্ষক নিখিল সুত্রধর, নরেশ চন্দ্র দাশ, রাখাল চন্দ্র দাশ, তাপস কুমার বনিক, শিক্ষিকা নমিতা দাশ, প্রবাসী পরিমল সরকার, জয়হরি দেব, দিপন চন্দ্র দাশ, নয়ন চন্দ্র দাশ, নয়ন সরকার রাজ, যাদব সুত্রধর প্রমূখ। পরে সংগীত পরিবশেন করেন চ্যানেল এস শিল্পী বিন্দু সুত্রধর, ওস্তাদ শ্রীনিবাস দাশ, নবনীতা দাশ প্রমূখ। অনুষ্ঠান শেষে সকলের মাঝে প্রসাদ বিতরন করনা হয়।