স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। সে মুড়াকুড়ি গ্রামের কৃষক আব্দুল আওয়ালের ছেলে কুদ্দুছ মিয়া (২২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুদ্দুছ মিয়া ৩ মাস পূর্বে বিয়ে করেন বি-বাড়ীয়ার জেলার নাছিরনগর ফাহমিদা আক্তারের সাথে। সুখেই চলছিল তাদের সংসার। গতকাল বৃহস্পতিবার সকালে নিজ বাড়ীর পাশে জাম গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পান চাচা ইউনুছ মিয়া। পরে লাখাই থানা পুলিশকে খবর দিলে এসআই লোকমান লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। তরে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।
লাখাই থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, লাশের ময়না তদন্ত করার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।