প্রেস বিজ্ঞপ্তি ॥ খেলাফত মজলিস নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের শ্যামারগাঁও শাখার উদ্যোগে বায়তুল মা’মুর জামে মসজিদে গতকাল বৃহস্পিতিবার এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাওলানা কাউছার আহমদ এর সভাপতিত্বে এবং মাওলানা মুহিউদ্দীন ফয়সল এর পরিচালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলার সভাপতি হাফিজ মাওলানা খালেদ সাইফুল্লাহ খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলান মুফতি ফয়সল তালুকদার ও মাওলানা মুফতি আকমল হোসেন। বক্তব্য রাখেন মোঃ নূরে আলম আনছারী, মাওলানা ফজলুর রহমান, মাওলানা হাবিবুর রহমান, হাফিজ মঈন উদ্দীন, মাওলানা ইউনূছ আলী, মৌও: মাহমুদ হোসেন, ক্বারী জুনেদ আহমদ, হেলাল আহমদ, ক্বারী ইব্রাহীম আহমদ, মিজান আহমদ ও মোঃ জাকারিয়া শিকদার প্রমুখ।