মুফতী এম এ মজিদ
মহান আল্লাহর পক্ষ থেকে সন্তান হচ্ছে, বড় নিয়ামত। এই নিয়ামতকে যথাযথ মূল্যায়ণ করতে পারলে সফলত্য-অবশ্যই আপনার দজায় হাজির হবে। আপনার স্বপ্নময় সন্তানকে তার যথায়থ অধিকার আদায়ের মাধ্যমেই তার কাছে থেকে ভাল কিছুর আশা করতে পারেন। সন্তানের বয়স যখন ৭ দিন হবে, তখন তার জন্য সামর্থ অনুযায়ী আকিকা করেন। সুন্দর একটি নাম রাখেন, মনে রাখবেন, সুন্দর নামের তাছির বা আকর্ষণ আবশ্যই রয়েছে। যখন তার বয়স ৭ বছর হবে তখন নামায পড়ার অভ্যাস করাবেন। ১০ বছরে পূর্ণ নামাজী বানাবেন। এ জন্য প্রয়োজনে শাসন করবেন। মক্তবে যাওয়ার বয়স হলে সর্ব প্রথম কুরআন শরীফ শিক্ষা দিবেন। আরেকটু বয়স হলে পবিত্র ইলমে দ্বীন শিক্ষা দিবেন। তবে বয়স অল্প হলে লেখা পড়ার বোঝা চাপিয়ে দিবেন না। অতিরিক্ত চাপে স্মরণ শক্তি ও স্বাস্থ্য উভয়ই নষ্ট হয়ে যেতে পারে। তাদের ভারসাম্যের প্রতি খেয়াল রাখতে হবে। মিথ্যা বলার, রাগ করা, হিংস্রা করা, চুরি করা, চোগখুরী করা, অনর্তক নিজের কথার উপর জিদ ধরা, অনর্তক কথা বার্তা বলা, অযথা হাসি-ঠাট্টা করা, অতিরিক্ত হাসা, কাউকে ধোকা দেয়া, ভাল, মন্দ ও আদব বিবেচনা করে কথা না বলা ইত্যাদি দোষ গুলোর প্রতি খেয়াল রাখতে হবে। ঘটনা ও নছীহতের মাধ্যমে ভাল স্বভাব ও মন্দ স্বভাবের পার্থক্য তাদের মানসপটে একে দিতে হবে। পরিকল্পিত সুন্দর ও দ্বীনদার রূপে গড়ে তুললে তারা হবে উত্তম চরিক্রবান আদর্শ সন্তান। এ রূপ সন্তানদের কারণে বা মায়ের মুখ উজ্জল হবে। পরকালে নাজাত পাবে। জান্নাতে অতি উচু মর্যাদা সম্পন্ন করা হবে।
লেখক
খতিব-হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ
০১৭১১-৮৫১৪০৬