প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার শহরের রাজনগর রোডস্থ জেলা শিল্পকলা একাডেমীতে ওয়ার্ড সভাপতি মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-পৌর আওয়ামীলীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম ও সহ-সভাপতি আব্দুর রহমান।
ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক দিন উল ইসলামের পরিচালনায় পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান ও চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ। এছাড়াও উপস্থিত ছিলেন- পার্থ সারথি রায়, আশিকুর রহমান বাদল, এটিএম মিলন, সামছুর রহমান, আবু শহিদুল ইসলাম বাচ্চু, আব্দুল হাই, জহির উদ্দিন, মতিউর রহমান, মনোহর আলী মিন্টু, মাহবুবুর রশিদ শামীম, হাবিবুর রহমান, পলাশ রায়হানসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইফতার পূর্বে দেশবাসীর মঙ্গলার্থে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ওলামালীগ নেতা মাওলানা কাজী নাজমুল হক। সভায় উপস্থিত নেতাকর্মী আগামী পৌর নির্বাচনে সকলে মিলে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।