স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পোদ্দার বাড়ি এলাকায় যাত্রীবাহী ইমা উল্টে ১২ জন আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে এ ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে ১১ জনকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা কয়েকজন হলেন, শামীম (৪৩), ধুলাই মিয়া(৩৫), সাহেব আলী (৬০), আবদুল করিম (৪৫), তাঁরা মিয়া (৩৫), আক্রম আলী (২২), জিসান (১২), ফজর আলী (৪৮), দাওয়াত মিয়া (৩২)। এর মধ্যে ৪ জন গুরুতর আহত বলে জানিয়েছেন চিকিৎসক।
ইমার যাত্রীরা জানায়, গাড়িটি হবিগঞ্জ থেকে মিরপুর যাচ্ছিল। এ সময় ড্রাইভার মোবাইলে কথা বলছিল। অনেকবার বাধা দিলেও সে যাত্রীদের কথায় কর্ণপাত করেনি। গাড়িটি পোদ্দার বাড়ি এলাকায় পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়।