প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে এবং নবীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অমিয় কুমার রায়ের আয়োজনে গত শুক্রবার রাতে স্থানীয় গোবিন্দ জিউড় আখড়ায় বিশেষ সৎসঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়। উপজেলা সৎসঙ্গের সভাপতি মৃনাল কান্তি দাশ বাদরের সভাপতিত্বে অনুষ্ঠনে উপস্থিত ছিলেন উপজেলা সৎসঙ্গের সহ-সভাপতি প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, মৃম্ময় কান্তি দাশ বিজন, সাধারণ সম্পাদক রশময় শীল, মিহির লাল সরকার, প্রভাষক অসীম কুমার রায়, সজল কুমার দাশ, সুব্রত কুমার দাশ, নরেশ চন্দ্র দাশ, রাখাল চন্দ্র দাশ, তাপস কুমার বনিক, ব্যাংক কর্মকর্তা বেবী রানী বীর, স্বাস্থ্য সহকারী সুমি রানী পাল, জয়হরি দেব, দিপন চন্দ্র দাশ, নয়ন চন্দ্র গোপ, নয়ন চন্দ্র সরকার প্রমূখ। অনুষ্ঠান শেষে সকলের মাঝে প্রসাদ বিতরন করা হয়।