স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ১৫ গ্রামবাসীর সংঘর্ষে আইয়ূব আলী নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। নিহতের বড় ভাই পৌর এলাকার জগন্নাথপুর গ্রামের ছায়েদ আলী বাদী হয়ে গতকাল রবিবার আদালতে হত্যা মামলা দায়ের করেন। মামলায় আব্দুল মতিন মেম্বার, ছালেক মিয়া, আ.স.ম আফজল আলী, আবুল কাসেম শিবলু, আব্দুল মুকিত, শাহেদসহ ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫০/৬০ জনকে আসামী করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ জুন দুপুরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকায় ১৫ গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষে শতাধিক লোক আহত হয়। এর মধ্যে আইয়ূব আলী গুরুতর হলে তাকে প্রথমে হবিগঞ্জ পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সিখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুন আইয়ূব আলী মারা যান।